BD Results Solutions

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

এস এম এস কিংবা অনলাইন থেকে কিভাবে রেজাল্ট দেখতে পারবেন সেটা আপনাদেরকে দেখাবো ।
তাহলে শুরু করি ।        

SMS এর মাধ্যেমে এস.এস.সি পরীক্ষার ফলাফল
দেখার নিয়ম

মোবাইল ফোন থেকে এসএমএস এর
মাধ্যেমে এসএসসি পরীক্ষার ফলাফল বের
করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল
ফোন থেকে ম্যাসেজ অপশনে যান।
ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে
টাইপ করুন, SSC <Space> এবার যে বোর্ডের
অধীনে পরীক্ষার দিয়েছেন, সে বোর্ডের
প্রথম তিনটি অক্ষর Dha <Space> SSC Roll
<Space> কত সালে এসএসসি পরীক্ষা দিলেন
তার সাল 2018 লিখে 16222 নাম্বারে
পাঠিয়ে দিন। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে
Mad লেখুন।
উধাহরণস্বরূপঃ
SSC Dha 663508 2018 Send to 16222
SSC Mad 663508 2018 Send to 16222



অনলাইন থেকে এস এস সি পরীক্ষার ফলাফল
বের করার নিয়ম

অনলাইন থেকে এসএসসি পরীক্ষার ফলাফল
বের করার জন্য প্রথমে যেকোন ব্রাউজার
গিয়ে SSC Result লিখে Enter প্রেস করুন।
Enter প্রেস করার পর নিচের দিকে নতুন
একটি পেজ ওপেন হবে, এবার সেখান থেকে
Education Board Results লেখা অপশনে ক্লিক
করুন। ক্লিক করার পর নিচের ছবিটির মতো
নতুন একটি পেজ ওপেন হবে।
আর ওয়েব সাইট টি হল
http://www.educationboardresults.gov.bd/
ssc result
এবার অনলাইন থেকে এসএসসি পরীক্ষার
ফলাফল বের করার জন্য উপরের লাল মার্ক
করা অংশে দেখুন।
Examination: এর ডান পাশে Select One লেখা
অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে
ক্লিক করে সিলেক্ট করুন, আপনি SSC
পরীক্ষা জেনারেল শাখা না মাদ্রাসা
শাখা থেকে দিয়েছেন তা। তবে আমি
আপনার ক্ষেত্রে SSC (Vocational) সিলেক্ট
করেছি।
Year : এবার কত সালে SSC পরীক্ষা
দিয়েছেন সেই সিলেক্ট করুন। যেমন, 2018
Board : আপনি কোন বোর্ডের অধীনে SSC
পরীক্ষা দিয়েছন, সেটি সিলেক্ট করুন।
যেমন, Dhaka বোর্ড হলে Dhaka সিলেক্ট
করুন আর মাদ্রাসা হ.
Add caption

No comments

Powered by Blogger.